স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শ্যামলী থেকে মোটর সাইকেল চুরির অভিযোগে রিয়াজ মিয়া (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে সদর থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। সে ওই এলাকার ফুল মিয়ার পুত্র। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মোটর সাইকেল চুরির মামলা দিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ বদিউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মোবাইল চুরিসহ একাধিক মামলা রয়েছে এবং তাকে বৃহস্পতিবার আদালতে সোর্পোদ করা হয়েছে।