স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ভোর রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত গিয়াস উদ্দিন শ্রীমঙ্গল কান্দি গ্রামের শের আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোর রাতে বানিয়াচং থানার একদল পুলিশ শ্রীমঙ্গল কান্দি গ্রামের নোয়াহাটি থেকে অভিযান চালিয়ে ১ বছরের সশ্রম কারাদন্ড ও ৭ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী মোঃ গিয়াস উদ্দিনকে নিজবাড়ী থেকে গ্রেফতার করেন।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়।