রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের মাহমুদ আলীর মৃত্যু নিয়ে ধুম্রজাল নবীগঞ্জের দাউদপুরে হামলা সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ॥ আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এলাকাবাসীর চুনারুঘাটের আসামাপাড়া বাজারে চাঁদাবাজির প্রতিবাদে জারুলিয়া বাজারে মানববন্ধন ॥ বিক্ষোভ দেশসেরা হাফেজ মুহিবুল্লাকে লাখাইয়ে সংবর্ধনা প্রদান ভাঙন পরিদর্শন শেষে পরিবেশবিদ শরীফ জামিল ॥ কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান চৌধুরীকে সংবর্ধনা শ্রীমঙ্গলের সৌন্দর্য বৃদ্ধিতে সোলার লাইট স্থাপন আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

সংবর্ধনা অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জহিরুল হক জেলার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যেতে চাই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার শিক্ষার মানোন্নয়নে কাজ করতে চান সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে হবিগঞ্জ জেলাকে আরো এগিয়ে নিতে হবে। এজন্য স্ব স্ব অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। গতকাল দুপুরে হবিগঞ্জ সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজে তাঁকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এসময় তিনি সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজের শিক্ষার্থীদের জন্য মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বিশেষ বৃত্তির ঘোষণা দেন।
কলেজ অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মোঃ জালাল উদ্দিনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট প্রদীপ দাশ সাগর, একাত্তর টিভি জেলা প্রতিনিধি শাকিল চৌধুরীসহ কলেজের পরিচালকবৃন্দ। এসময় কলেজের পক্ষ থেকে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক শাকিলকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক এইচ এম সারোয়ার পরাগ, প্রভাষক জাহারাতুল জান্নাত বিপাশা, প্রভাষক মোহাম্মদ আলমগীর হোসেন, প্রভাষক সুবর্ণা রানী সরকার, প্রভাষক ফখরুল আলম চৌধুরী, প্রভাষক মোঃ মহসিন মিয়া, প্রভাষক জহরলাল দাস, প্রভাষক পলাশ দেবনাথ, প্রভাষক মোস্তারীন নূর, প্রভাষক দীপা সূত্রধর, প্রভাষক রুনা আক্তার, প্রভাষক তানজিনা ফারহানা ফারিহা, হিসাব রক্ষক অনন্ত চক্রবর্তী, কম্পিউটার অপারেটর জয় কৃষ্ণ দাস, রস লাল দাস, মোহাম্মদ আরাফাত মিয়া, হালিমা খাতুন প্রমুখ।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com