স্টাফ রিপোর্টার ॥ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি ছিলেন একাধারে লেখক, সাংবাদিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি বেঁচে থাকলে আজ দেশের মানুষের উপকার হতো। স্বাধীনতা বিরোধীরা তাঁকে হত্যার মধ্য দিয়ে দেশের অপূরণীয় ক্ষতি করেছে। শেখ ফজলুল হক মনির ৮৪তম জন্মদিন উপলক্ষে গতকাল সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ শহরের আরডি হল প্রাঙ্গণে শীতের কাপড় (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
অনুষ্ঠানে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও সাবেক সমাজকল্যাণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমনের উদ্যোগে ৩ শতাধিক অস্বচ্ছল নারী-পুরুষের মাঝে শীতের কাপড় ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীম, যুবলীগ নেতা বিপ্লব রায় চৌধুরী, আব্দুল হেকিম, আলম মিয়া, মিলন মিয়া, ফারুক আহমেদ, দ্রুবজ্যোতি দাশ টিটু, শাহ বাহার, ইমতিয়াজ জাহান শাওন, এস ডি সুমন, এমএ মামুন, নাজিম উদ্দিন, তারেক মাহমুদ, অপু আহমেদ, শাকিব, তন্ময় প্রমুখ।