প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতি (রেজি: নং- সিল ৯৪৬/০৪) এর মাধবপুর উজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষ্যে গত ২৩ নভেম্বর মাধবপুর উপজেলাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির সভাপতি ডাঃ শাহ মনসুর আহমদ’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ মোঃ নুরুল আমিন।
বিশেষ অতিথি ছিলেন, পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাঃ রতি রঞ্জন দাশ, মাধপুর উপজেলা পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ সুখেন্দ্র দেবনাথ। পরে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে জামাল হোসেনকে সভাপতি, আজিজুর রহমান ও আব্দুল লতিফকে সহ-সভাপতি, খগেন্দ্র চন্দ্র দেবকে সাধারণ সম্পাদক, সুখময় পাল ও সুগেন্দ্র চন্দ্র পালকে যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ রেদুয়ানুল হককে সাংগঠনিক সম্পাদক, অশোক আচার্য্যকে কোষাধ্যক্ষ, হৃদয় আহমদে প্রচার ও প্রকাশনা সম্পাদক, আতাউর রহমান খানকে দপ্তর সম্পাদক, ফয়সল আহমদকে ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং কর্ন আচার্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্য্য, খলিলুর রহমান, আশোতোষ আচার্য্য, নির্মল দাশ, মহিউদ্দিন আরিফ, মোঃ মাহবুবুর রহমান, মোঃ মেহেদী হাসান, আহমদ সাইফুল ভূইয়া, শামীম চৌধুরী, বাদল চন্দ্র ভৌমিককে সদস্য করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ নুরুল আমিন বলেন, অসহায় মানুসের সেবা দেয়ার পাশাপাশি, পল্লী ডাক্তারগণ নির্যাতিত-নিপিড়িত মানুষের পাশে থেকে কাজ করার অনুরোর করেন এবং রিপেসার্স ট্রেনিংয়ের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেন, সারা বাংলাদেশে ১০ লাখ পল্লী ডাক্তারগণের অধিকার আদায়ের জন্য আজীবন কাজ করে যাবেন। এছাড়াও তিনি হবিগঞ্জের প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কমিটি গঠন করার জন্য জেলা কমিটিকে নিদের্শ প্রদান করেন।