আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় বাস চাপায় অহিদ মিয়া নামে এক ব্যক্তি মারা গেছে। গতকাল সোমবার সকালে উপজেলার স্থানীয় বুল্লা বাজারে এ ঘটনা ঘটে। অহিদ উপজেলার পশ্চিম বুল্লা গ্রামের আব্দুস সোবাহানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে অহিদ মিয়া চট্টগ্রামের উদ্দ্যেশে বাড়ি থেকে বের হলে বুল্লা বাজার নামক স্থানে লাকি পরিবহনের একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলে অহিদ মারা যান। ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যায়। এ ঘটনায় গাড়ি কে থানা হেফাজতে রাখা হয়। বিষয়টি নিশ্চিত করেন লাখাই থানার ওসি নুনু মিয়া।