মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে আন্দিউড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি আলহাজ্ব আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি। ইউনিয়নের ৪শ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান, অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোহাঃ অলিদ মিয়া, পৌর যুবলীগের আহবায়ক একরামুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক বিল্লাল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ।