আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সূমীর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান, ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার, শিবপাশা ইউনিয়ন চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার, সদর ইউনিয়ন চেয়ারম্যান মোবারুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজবাহ উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক মনোয়ার আলী, বীর মুক্তিযোদ্ধা রাশেদুল হাসান কাজল চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা বনি আমিন খান, মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান, উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, শিক্ষা কর্মকর্তা মোঃ মাহমুদুল হক, এএবিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান মোস্তফা, পিআইও মোহাম্মদ আলী, হায়দার আলী মৃধা, প্রেসক্লাব সভাপতি শেখ আমির হামজা, এসআই আলাইলসহ উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-শিক্ষিকারা। প্রস্তুতিমূলক সভায় সর্বসম্মতিক্রমে মহান বিজয় বিজয় দিবস উদযাপন বিভিন্ন কমিটি ও উপ কমিটি গঠন করা হয়।