স্টাফ রিপোর্টার ॥ গতকাল শুক্রবার দুপুর ২টায় আনোয়ারপুর বাইবাসে লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ ও ডিস্ট্রিক ৩১৫ বি ১ বাংলাদেশ এর যৌথ উদ্যোগে প্রায় ৪ শতাধিক গরীব দরিদ্র অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ এর সভাপতি লায়ন এস এম আব্দুল আউয়াল এর সভাপতিত্বে ও ক্লাবের সেক্রেটারি লায়ন অর্জুন চন্দ্র রায়ের সঞ্চালনায় এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব ডিষ্ট্রিক্ট ৩১৫বি ১ এর গভনর লায়ন শরীফ আলী খান এম জে এফ। বিশেষ অতিথি ছিলেন আইপিডিজি লায়ন শাহেনা রহমান এম জে এফ, লায়ন মিসেস রেখা শরীফ, লায়ন মীর শফিকুল আলম কনক এম জে এফ, লায়ন কানুফা আক্তার। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব হবিগঞ্জ এর চার্টার প্রেসিডেন্ট লায়ন এডভোকেট বজলুর রহমান, ফাস্ট প্রেসিডেন্ট লায়ন ইন্জিনিয়ার মনসুর রসীদ কাজল, ফাস্ট প্রেসিডেন্ট লায়ন এডভোকেট এস এম আলী আজগর, ফাস্ট প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব মোজাহিদ হোসেন চৌধুরী, ১ম ভাইস প্রেসিডেন্ট উপজেলা চেয়ারম্যান লায়ন মর্তুজা হাসান, আইএপ আই সি ব্যাংকের ম্যানাজার লায়ন আব্দুল কাইয়ুম চৌধুরী, লায়ন মোঃ আব্দুল আহাদ। আরো উপস্থিত ছিলেন লায়ন ফখরুল আলম, লায়ন, লায়ন মোঃ জালাল উদ্দীন, লায়ন রাজেন্দ্র চন্দ্র দাস, লায়ন আব্দুর রহমান, লায়ন কাজী মহিবুর রহমান, লায়ন সৈয়দ আমিনুল হাসান, লায়ন দিলীপ কুমার সরকার, লায়ন সুনীল চন্দ্র দাশ, লায়ন বিশ্বজিৎ বনিক চন্দন, লায়ন মহিবুর রহমান টিপু প্রমুখ।