নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম হাজী আজিজ আহমেদ মেরাজ ও সাধারণ সম্পাদক মরহুম হাবিবুর রহমান হাবিব এর রুহের মাগফেরাত কামনায় গতকাল শনিবার বাদ আসর ইমামবাড়ী টাইটেল মাদ্রাসার হলরুমে সাবেক এমপি আলহাজ¦ শেখ সুজাত মিয়ার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক এমপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ¦ শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মুক্তাদির চৌধুরী, নবীগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মির্জা আলী আজম রায়হান, ফুলকাছ মিয়া, নবীগঞ্জ উপজেলা শ্রমিকদলের সভাপতি মুর্শেদ আহমেদ, ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হাজী আজিজুর রহমান আরজু মিয়া, নবীগঞ্জ উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনর উদ্দিন, ১০নং দেবপাড়া ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মইনুল ইসলাম বাচ্চু, এনামুল হক, কালিয়ারভাঙ্গা ইউনিয়নের বিএনপি’র নেতা ছাবু মিয়া, আবুল ফজল, নুরুল আমিন ভুট্টো মিয়া (মেম্বার) আব্দুল্লা মিয়া, আজাদ মিয়া, মোস্তফা মিয়া, মানিক মিয়া, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক এম এন মির্জা, আলমগীর চৌধুরী, ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক শমসের উদ্দিন, মোহাইমিনুল ইসলাম জীবন, রোকন চৌধুরী, ইমরান চৌধুরী প্রমুখ। দোয়া মাহফিলের পূর্বে সাবেক এমপি শেখ সুজাত মিয়া সহ নেতৃবৃন্দ কালিয়ারভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম হাজী আজিজ আহমেদ মেরাজ ও সাধারণ সম্পাদক মরহুম হাবিবুর রহমান হাবিব এর কবর জিয়ারত করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা জামাল উদ্দিন। সভায় সাবেক এমপি শেখ সুজাত মিয়া বলেন কালিয়ারভাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকের মৃত্যু দলের অপূরনীয় ক্ষতি, যা পূরণ হবার নয়। তিনি মরহুমদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।