স্টাফ রিপোর্টার ॥ ১৩নং মন্দরী ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের নব নির্বাচিত সভাপতি কাজী আবু সায়েম ছিদ্দিক ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খালেদ এর নেতৃত্বে নব গঠিত ছাত্রদলের এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর বিকেলে শত শত নেতাকর্মীর উপস্থিতিতে বিশাল এ আনন্দ মিছিলটি উত্তর সাঙ্গর পুরাতন বাজার থেকে শুরু হয়ে নতুন বাজার, কলেজ গেইট প্রদক্ষিণ শেষে মাদ্রাসা প্রাঙ্গনে এসে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন মন্দরী ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের নব নির্বাচিত সভাপতি কাজী আবু সায়েম ছিদ্দিক। সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খালেদ এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন নব কমিটির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি জহিরুল চৌধুরী, কাজী জাহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শেখ বুরহান উদ্দিন, রাহিমুল ইসলাম রাহি, শেখ জুনাইদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মহিবুর ইসলাম, দপ্তর সম্পাদক কাজী মোবারক মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা ১৩নং মন্দরী ইউনিয়নের নব নির্বাচিত ছাত্রদলের নেতৃবৃন্দ তাদের প্রতি আস্থা রেখে ও মূল্যায়ন করে কমিটি অনুমোদন দেয়ায় বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।
এছাড়াও বানিয়াচং-আজমীরিগঞ্জের কান্ডারী, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সৌদি আরব বিএনপি’র সভাপতি আহমেদ আলী মুকিব, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবন, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক এমরান, সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক (জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী) আব্দুল আহাদ তুষার এবং বানিয়াচং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোবাশ্বির আহমেদ মজনু, সদস্য সচিব শরীফ উদ্দিন ঠাকুর এর প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।
সভায় বক্তারা বলেন, ছাত্রদলের নেতা কর্মীরা শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরনায় এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের প্রতি দৃঢ় আস্থা ও অবিচল থেকে ১৩ং মন্দরী ইউনিয়ন ছাত্রদল যে কোন দলীয় কর্মসূচী পালনে অঙ্গীকারবদ্ধ।