স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে খোয়াই নদী দখলে মহোৎসব চলছে। একটি প্রভাবশালী মহল ভুয়া কাগজপত্র তৈরি করে দখল করে কয়েক তলা ভবন নির্মাণ করছে। জেলা প্রশাসন উচ্ছেদ অভিযান করলেও কিছুদিন যাবার পর আবারও তারা নদী দখল করে ছাপ্টা ঘর ও গাড়ির স্ট্যান্ড বানিয়ে ভাড়া দিচ্ছে। তবে সচেতন মহল মনে করছে যদি প্রশাসন এসব উচ্ছেদের পর অরক্ষিত অবস্থায় ফেলে না রাখতো তবে এমনটা হতো না।
গতকাল শনিবার সরেজমিনে সদর হাসপাতালের উত্তর দিকে কোরেশনগর এলাকায় দেখা যায়, এক প্রভাবশালী খোয়াই নদী দখল করে অ্যাম্বুলেন্সের স্ট্যান্ড বানিয়েছেন।