শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

নবীগঞ্জে ছাত্রদলের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে লন্ডন থেকে স্থগিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ২৭৭ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষনার ২৪ ঘন্টা অতিবাহিত না হতেই এসব কমিটি স্থগিত করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল। বুধবার (৩০ নভেম্বর) রাতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ও বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা যায়- মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক রশিদুল ইসলাম ও সদস্য সচিব মাছুম আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দীঘলবাক ইউনিয়নে আল আমিনকে সভাপতি ও মোঃ জাবেদ আলীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি, আউশকান্দি ইউনিয়নে ফরহাদুল ইসলামকে সভাপতি ও নাঈম আহমদ তালুকদারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি, বাউসা ইউনিয়নে ফয়ছল আহমেদকে সভাপতি ও মামুন মিয়াকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি, কালিয়ারভাঙ্গা ইউনিয়নে মোহাইমিনুল ইসলামকে সভাপতি ফরহাদ আল হাসানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি, পানিউমদা ইউনিয়নে মোফাজ্জল খান রুমানকে সভাপতি ও সফিকুল ইসলাম রোপনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি ঘোষনা করা হয়। এতে নেতাকর্মীদের মাঝে আনন্দ উদ্দীপনা লক্ষ্য করা যায়। তবে ২৪ ঘন্টা না পেরোতেই কমিটি স্থগিত করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল। বুধবার রাতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক ও বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নবীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন ছাত্রদলের কমিটি স্থগিত করা হয়। বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত নবীগঞ্জ উপজেলার অধিনস্থ ইউনিয়ন কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত থাকার নির্দেশনা দেয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের এক নেতা জানান-কমিটি ঘোষণার পর নেতাকর্মীদের মাঝে একটি আনন্দ-উদ্দীপনা ছিল, ইউনিয়নের নেতৃবৃন্দ জেলা কমিটিকে টাকা না দেয়ার কারণে কমিটিগুলো স্থগিত করা হয়েছে। এছাড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজমুস সাকিব উচ্চ শিক্ষা গ্রহণের জন্য বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন, তার অনুপস্থিতিতে যুক্তরাজ্য হতে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি স্থগিত করায় বিতর্কের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক রশিদুল ইসলাম বলেন- হবিগঞ্জ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে গঠনতান্ত্রিক ভাবে কমিটি গঠন করা হয়। পরবর্তীতে কী কারণে জেলা ছাত্রদল কমিটিগুলো স্থগিত করেছে তা জানিনা। এ প্রসঙ্গে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান বলেন- দলীয় নির্দেশনা না মেনে কমিটি প্রকাশ করায় এসব কমিটি স্থগিত করা হয়েছে। দপ্তর সম্পাদক যুক্তরাজ্যে অবস্থান প্রসঙ্গে তিনি বলেন- সংবাদ বিজ্ঞপ্তি তো রাজপথের আন্দোলন নয় যে স্ব-শরীরে উপস্থিত থাকতে হবে, এখন হোয়াটস অ্যাপের যুগ বাহিরে থাকলেও অনলাইনে কাজ বাহিরে থেকে করা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com