সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

লাখাইয়ে ছয় হাজার কৃষককে প্রণোদনা বিএনপির আচরণ কচ্ছপের মতো-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ২০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির রাজনৈতিক কর্মকান্ড ও তাদের নেতাকর্মীদের আচরণকে কচ্ছপের সঙ্গে তুলনা করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি বলেছেন, কচ্ছপ সারক্ষণ গলা ভেতরে রাখে এবং খাবারের সময় হলে গলা বাইরে বের করে। বিএনপি নেতারাও তেমনিভাবে বছরের পর বছর নিস্ক্রীয় থাকে আর নির্বাচন আসলে ভোটের মাঠে গলা বের করে কথা বলে। তারা বিপদে মানুষের পাশে থাকে না। তিনি গতকাল লাখাই উপজেলার হেলিপ্যাড মাঠে ছয় হাজারের অধিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, করোনাকালে দেশের মানুষ যখন মহাবিপদে তখন সরকারি সহায়তার পাশাপাশি আওয়ামী লীগ নেতারা যার যার সামর্থ অনুযায়ী মানুষের বাড়ি বাড়ি খাবার নিয়ে গেছে। সে সময় বিএনপি নেতাদের খোঁজেও পাওয়া যায়নি। এখন নির্বাচনের সময় ঘনিয়ে আশার সঙ্গে সঙ্গে তাঁদের উপস্থিতিও বাড়ছে। হাটে বাজারে মানুষের সামনে মিথ্যা তথ্য উপস্থাপন করছে। এদের অপপ্রচার থেকে সতর্ক থাকতে হবে।
তিনি বিএনপির রাজনৈতিক কর্মকান্ডের কঠোর সমালোচনা করে তিনি বর্তমান সরকারের আমলে হবিগঞ্জে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন। এ সময় মাঠে উপস্থিত কয়েক হাজার কৃষক হাত তোলে তাঁর বক্তব্যের প্রতি সমর্থন জানান ও আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরে এমপি আবু জাহির কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণের উদ্বোধন করেন।
কৃষি বিভাগ জানিয়েছে, লাখাই উপজেলায় ৩ হাজার কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফসী ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে। এ ছাড়া আরও ৩ হাজার ২০০ জন কৃষক পাচ্ছেন ৫ কেজি করে হাইব্রীড ধানের বীজ। উপকারভোগী কৃষকরা লাখাই উপজেলার ছয়টি ইউনিয়নের বাসিন্দা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যাম আমিরুল ইসলাম আলম, লাখাই থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শাকিল খন্দকার এতে স্বাগত বক্তব্য রাখেন ও অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপ সহকারি কৃষি কর্মকর্তা অমীত ভট্টাচার্য্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com