স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার খাগাউড়া ইউনিয়নের হরিপুর গ্রামের জসিম উদ্দিন (১০) নামে ব্র্যাক স্কুলের ৩য় শ্রেণীর ছাত্র ৩দিন ধরে নিখোজ রয়েছে। তাকে হারিয়ে দরিদ্র পিতা মাতা দিশেহারা হয়ে পড়েছে। নিখোজ জসিমের পিতা গতকাল সাংবাদিকদের কাছে কান্না জড়িত কন্ঠে বলেন, গত রবিবার ভোর সকালে জসিম ঘর থেকে বের হলে আর ফিরে আসেনি। এর পর থেকে আব্দুর রহমান তার সকল আত্মীয় স্বজনের বাড়ীতে অনেক খুজাখোজি করেও তার সন্ধান পাননি। আব্দুর রহমান জানান, নিখোজ হওয়ার দিন জসিমের পরনে লাল রঙ্গের টি শার্ট ও চাপের লুঙ্গি ছিল। তার গায়ের রং ফর্সা। কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭২৮৫৫১২৪৪ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন নিখোজ জসিমের পিতা আব্দুর রহমান।