স্টাফ রিপোর্টার ॥ বাহুবল ও শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে পুলিশ জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১৫ জুয়াড়িকে আটক করেছে। ডিবির এসআই অভিজিৎ ভৌমিক এর নেতৃত্বে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।
শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর চরনুর আহমদ এলাকার নুনু মিয়ার বসত ঘরে জুয়া খেলারত অবস্থায় জুয়ার সরঞ্জামসহ ৮ জুয়াড়কে আটক করা হয়। এরা হচ্ছে, নুনু মিয়া (৪২), মৃত ইদ্রিছ আলীর পুত্র মোঃ ইছাক আলী (৩৯), পশ্চিম লেঞ্জাপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র সাগর মিয়া (৪০), দাউদনগর গ্রামের মৃত আনফর উল্লার পুত্র জুবেদ মিয়া (৪০), চুনারুঘাটের বড়কুটা গ্রামের মৃত আনিছ উল্লার পুত্র জাহির মিয়া (৩৮), মৃত এরশাদ মিয়ার পুত্র নবু মিয়া (৪০), মৃত আফিল উদ্দিনের পুত্র ছফু মিয়া (৪০), দাউদনগরের মৃত মধু মিয়ার পুত্র মোঃ সমিজ আলী (৪২)। এ সময় তাদের কাছ থেকে নগদ ৯৫০০ টাকা, ২০৪টি প্লেয়িং কার্ড জব্দ করা হয়। এ ঘটনায় ডিবির এসআই অভিজিৎ বাদি হয়ে মামলা দায়ের করেন।
অপর দিকে ডিবির এসআই অভিজিৎ ভৌমিক এর নেতৃত্বে একদল পুলিশ বাহুবল উপজেলার পুটিজুড়ি ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় ওই গ্রামের শহিদ মিয়ার বাড়িতে জুয়া খেলারত অবস্থায় ৭ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এসময় তাদের সঙ্গিয় আরো কয়েকজন পালিয়ে যায়। আটককৃতদের নিকট থেকে নগদ টাকাসহ জুয়া খেলার সরমঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছে বাহুবল উপজেলার ভবানীপুর গ্রামের শহীদ মিয়া (৫০) ও আব্দুল বারিক (৬৫), মিরের পাড়া গ্রামের মুদ্দত আলী ওরপে মদুদ আলী (৪০) ও মোঃ শাহজাহান মিয়া (২৯), গুলগাও গ্রামের লেবু মিয়া (২৮), আব্দা নারায়ন গ্রামের মোঃ মহিদ মিয়া (৩৫) ও নুরাজ মিয়া (৫০)।