স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর আনন্দপুর গ্রামে অভিযান চালিয়ে রাজিব মিয়া (৩০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। পরে ৭ দিনের কারাদ- ও ১শ টাকা অর্থদ- দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল ২৭ নভেম্বর সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।
রাজিব আনন্দপুর গ্রামের মোঃ আঃ শহীদ মিয়ার পুত্র। গতকাল দুপুরে মাদক অধিদপ্তরের এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একদল সিপাহী ওই এলাকা থেকে রাজিবকে আটক করে।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৭ দিনের কারাদ- ও ১শ টাকা অর্থদ- প্রদান করে জেল হাজতে প্রেরণ করেছেন।