স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের নিশাপটে মেয়েকে অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগে পিতা সমুজ আলী (৫০) কে পিটিয়ে আহত করেছে একদল প্রভাবশালী। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, নিশাপট করকর হাটি গ্রামের সমুজ আলীর কন্যাকে (১৯) দুই মাস আগে বিয়ে দেয়া হয় চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ গ্রামের তাহির চৌধুরীর সাথে। মেয়েয়কে অন্যত্র বিয়ে দেয়ায় একটি পক্ষ তাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এবং সমুজ আলীর মেয়েকে গ্রামে আসতে বারণ করা হয়। ফলে ভয়ে ওই মেয়ে পিত্রালয়ে আসা ছেড়ে দেয়। কিছুদিন আগে পিতার অসুস্থতার খবর পেয়ে বাড়িতে আসলে তাকে মারধোর করা হয়। গতকাল রবিবার সন্ধ্যা ৭টায় সমুজ আলীকে ঘর থেকে ধরে নিয়ে মারধর করা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
আহত সমুজ আলী জানান, তাদের পছন্দের পাত্রের সাথে মেয়েকে বিয়ে না দেয়ায় এরা ক্ষিপ্ত হয়ে এসব ঘটনা ঘটাচ্ছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। শায়েস্তাগঞ্জ থানার এসআই জসিম জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে খবর নিয়েছি। অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে।