মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে পদোন্নতি প্রাপ্ত দুই শীর্ষ কর্মকর্তা ও ইউনিয়ন চেয়ারম্যানদের সংবর্ধনা দিয়েছে মাধবপুর প্রেসক্লাব। গত শুক্রবার রাতে মাধবপুর প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ অলিদ মিয়ার সভাপতিত্বে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পাওয়া মহসীন আল মুরাদ কে সংবর্ধনা দেওয়া হয়েছে। সাধারণ সম্পাদক সাব্বির হাসানের সঞ্চালনায় সংবর্ধিত ব্যাক্তিদের মাঝে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক, অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মোঃ আলাউদ্দিন, মীর খোরশেদ আলম, মাসুদ খাঁন, মিজানুর রহমান, সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, শংকর পাল সুমন, আয়ুব খাঁন ও মিজানুর রহমান প্রমুখ।