এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে আল হেলাল কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কনে পক্ষের ভিডিও ক্যামেরা ম্যানদের তান্ডবের শিকার বর এর পিতাসহ আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। এ সময় কমিউনিটি সেন্টারের চেয়ার টেবিল ভাংচুরের ঘটনা ঘটে। গতকাল শুক্রবার বিকালে এ ঘটনাটি সংঘটিত হয়েছে। খবর পেয়ে ওসি ডালিম আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। আহতদের নবীগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামের বর্তমানে ওসমানী রোডের বাসিন্দা মোচ্ছাবির মেয়ে ও হবিগঞ্জের বড় বহুলা গ্রামের কানাডা প্রবাসী জনৈক ছেলের সাথে বিবাহ অনুষ্ঠান ছিল শহরতলীর কলেজ রোডস্থ আল হেলাল কমিউনিটি সেন্টারে। বর সেন্টারে উঠার সময় স্প্রে মারলে ভিডিও ক্যামেরায় পড়ে। এনিয়ে ক্যামেরাম্যান রিপন মিয়ার সাথে বর পক্ষের বাদানুবাদ হয়। এক পর্যায়ে বর পক্ষের হাতে ক্যামেরাম্যান রিপন আহত হয়। এ ঘটনার খবর পেয়ে শহরের রায়হান ভিডিও মালিক সেজুয়ানের নেতৃত্বে একদল লোক আল হেলাল সেন্টারে গিয়ে বর পক্ষের উপর হামলা ও তান্ডব চালায়। এতে বর এর পিতাসহ উভয় পক্ষে ৫ জন আহত হয়। খবর পেয়ে ওসি ডালিম আহমদ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক করে বর পক্ষ কে বিদায় দেয়া হয়। এ ঘটনায় শহরে আলোচনার ঝড় বইছে।