স্টাফ রিপোর্টার ॥ শীত আসার সাথে সাথে হবিগঞ্জের বিভিন্ন ¯’ানে ডাকাতি ও ছিনতাই বৃদ্ধি পাচ্ছে। অনুসন্ধানে জানা যায়, ইতোমধ্যে লাখাই, মাধবপুর, চুনারুঘাট, আজমিরীগঞ্জ, বানিয়াচংসহ বিভিন্ন স্থানে ডাকাতির প্রস্তুতি ও ছিনতাইকালে বেশ কয়েকজন ডাকাত আটক হয়। তবে এখন মানুষ সন্ধ্যার পর থেকে বিভিন্ন স্থানে যাতায়াত করতে ভয় পাচ্ছে।
শহরের কিছু দোকান রয়েছে যেগুলো গভীর রাতে খোলা থাকে। আর এসব দোকানেই অপরাধীরা আড্ডা দেয়। সুযোগ বুঝেই তাদের কাজ শুরু করে দেয়। জনগণ মনে করেন যদি এসময় পুলিশের টহল জোরদার করা হয় তবে হয়তো এসব অপরাধ কিছুটা রোধ হবে।