স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যগণ কর্তৃক কার্যভার গ্রহণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় হবিগঞ্জ জেলা পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যগণ কর্তৃক কার্যভার গ্রহণ এবং পরিষদের ‘প্রথম সভা’ ডাঃ মোঃ মুশফিক হুসেন চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব নুরুল ইসলাম ও পরিষদের সকল সম্মানিত সদস্যগণ এবং জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এসময় নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মোঃ মুশফিক হুসেন চৌধুর কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, লাখাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এড. মোঃ মুশফিউল আলম আজাদ এবং চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।