নবীগঞ্জ প্রতিনিধি ॥ বীর মুক্তিযোদ্ধা মোঃ ফিরোজ মিয়ার ইন্তেকাল। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। গত ২৩ নভেম্বর বিকেলে বার্ধক্যজনিত কারনে নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন যুদ্বাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ ফিরোজ মিয়া (৭৫) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা, ভাই-বোন, আত্মীয় স্বজন সহ অনেক গুনগ্রাহী ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সাথী সহযোদ্ধা রেখে চিরদিনের জন্য না ফেরার দেশে পাড়ি জমান বাঙালী জাতির এই অকুতোভয় বীর সন্তান। গতকাল বাদ যোহর তাঁর গ্রামের বাড়ী আউশকান্দি ইউনিয়নের পশ্চিম জালালপুর ফুটবল খেলার মাঠে জানাযা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে সহকারী কমিশনার (ভুমি) শাহীন দেলোয়ারে’র উপস্থিতিতে ও নবীগঞ্জ থানার এসআই তৌহিদুল ইসলামের নেতৃত্বে হবিগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় সালাম প্রদান করে। বীর মুক্তিযোদ্ধা মোঃ ফিরোজ মিয়ার জানাযার নামাজের পূর্বে সমবেত মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভুমি) শাহীন দেলোয়ার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুর উদ্দিন বীর প্রতীক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল এবং মরহুমের বড় ছেলে ফখরুল ইসলাম। বীর মুক্তিযোদ্ধা মোঃ ফিরোজ মিয়ার জানাযার নামাজে আউশকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ দিলায়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ কমরু মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ডাঃ নিজামুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মুসল্লীয়ান উপস্থিত থেকে অশ্রুস্বজল নয়নে তাঁকে শেষ বিদায় জানান।