বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বানিয়াচং থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার ২৪ নভেম্বর রাত সাড়ে তিন টায় বানিয়াচং থানার অফিসার ইনচাজ অজয় চন্দ্র দেব এর নির্দেশে বানিয়াচং এএসআই সাদ্দাম হোসেনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ৩ বছর ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের স্বশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী হাফিজ মিয়া, পিতা-ছিদ্দিক উল্লা, গ্রাম-কাজীমহল্লা তার নিজ বাড়ী থেতে গ্রেফতার করে।
বানিয়াচং থানার অফিসার ইনচাজ অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামীকে আদালতের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।