স্টাফ রিপোর্টার ॥ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদল নেতা মোস্তাক খান চৌধুরী রুমেলের জামিন ও রিমান্ড না মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল আদালতে রুমেলের উপস্থিতি তার জামিন ও রিমান্ড শুনানী অনুষ্ঠিত হলে দীর্ঘ শুনানী শেষে তা না মঞ্জুর হয়। তবে জেল গেইটে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দেন আদালত। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট গুলজার খান, প্রিতমসহ অর্ধশতাধিক আইনজীবি।
প্রসঙ্গত, শহরের থানার মোড়ে আল আমিন ফার্মেসী তার প্রতিষ্ঠান থেকে পুলিশ তাকে আটক করে। পরে তাকে সন্ত্রাস বিরোধী ও নাশকতার মামলা দিয়ে আদালতে সোপর্দ করে। ইতোপূর্বে সদর থানা পুলিশ তার বিরুদ্ধে আরও দুইটি মামরায় গ্রেফতার দেখায়। তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নেতাকর্মীরা বিক্ষোভ ও মিছিল করেছে। তাকে দেখার জন্য শত শত ছাত্রদল, যুবদলসহ নেতাকর্মীরা আদালতে ভিড় করেন।