স্টাফ রিপোর্টার ॥ ৫শ গ্রাম গাঁজাসহ সুন্দর বিবি (৪১) নামের এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে আটক ওই নারীকে ৬ মাসের কারাদ-, অনাদায়ে ১শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
গতকাল বুধবার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার নেতৃত্বে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে বানিয়াচং উপজেলার পশ্চিম পুকড়া গ্রামের মোঃ মন্নর মিয়ার স্ত্রী সুন্দর বিবি (৪১) কে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৬ মাসের কারাদ- ও ১০০ টাকা অর্থদ- প্রদান করেন।