বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে একাধিক মাদক মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ওসি অজয় চন্দ্র দেবের নির্দেশে ২২ নভেম্বর রাত দুইটায় একদল পুলিশ তারাসই গ্রামে অভিযান চালান এবং মৃত কাছম আলীর পুত্র আফরোজ মিয়া (৪৫), নেজামত মিয়ার পুত্র মোঃ রাজন মিয়া (৩১) কে গ্রেফতার করেন।
এ সময় তাদের কাছ থেকে উল্লেখ্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে গতকাল বুধবার কারাগারে প্রেরণ করা হয়েছে।