বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল কলেজের শিক্ষার্থীরা এখন থেকে সোনালী ব্যাংকের সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বেতন ও ফি প্রদান করতে পারবেন। এ লক্ষ্যে গতকাল বুধবার সোনালী ব্যাংক লিঃ ও বাহুবল কলেজের মাঝে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বাহুবল কলেজ-এর অধ্যক্ষ আব্দুর রব-এর সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিঃ সিলেট অঞ্চলের জেনারেল ম্যানেজার মোঃ জামান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সমীর কুমার বিশ্বাস, বাহুবল কলেজের প্রতিষ্ঠাতা সদস্য হাজী জমর উদ্দিন, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, সোনালী ব্যাংক লিঃ বাহুবল শাখার ম্যানেজার রাজীব রায় ও অভিভাবক সদস্য হারুনুর রশিদ প্রমুখ।