শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দালালসহ গ্রেফতার ৩ মৃত্যুর ২ দিন পর চুনারুঘাটের জহুর আলীর লাশ হস্তান্তর শহরে ১০৯ বস্তা চিনিসহ এক পাচারকারী আটক শহরে ১০৯ বস্তা চিনিসহ এক পাচারকারী আটক আগামী মঙ্গলবার পইল ঐতিহ্যবাহি মাছের মেলা নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা শহরের যানজট নিরসনে গুরুত্ব দিয়ে কাজ করবে পৌরসভা নবীগঞ্জ-রুদ্রগ্রাম রাস্তা সংস্কারের দাবীতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন মাধবপুরে জাতীয় অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে টর্চ লাইট জ্বালিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত ৫০

বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে জেলা শিক্ষা কর্মকর্তার দীর্ঘ বক্তৃতা ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ১৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অ্যাসেম্বলী ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। অনেকে বমিসহ অজ্ঞান হয়ে যায়। অসুস্থ শিক্ষার্থীদের অচেতন অবস্থায় বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আশংকাজনক অবস্থায় এক ছাত্রীকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপতালে ও ৪জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। গতকাল বুধবার সকালে এ ঘটনাটি ঘটে। রোঁদে দাঁড়ি হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তার দীর্ঘ বক্তৃতা শুনতে গিয়েই শিক্ষার্থীদের অসুস্থতার কারণ বলে স্থানীয়দের ধারণা।
স্থানীয়রা জানান, গতকাল সকাল সাড়ে ৯ টায় প্রতিদিনের ন্যায় জাতীয় সঙ্গীত পরিবেশন করে শিক্ষার্থীরা। এ সময় হবিগঞ্জ থেকে বিদ্যালয় পরিদর্শনে আসেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল্লাহ ও উপজেলা শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানা। জেলা শিক্ষা কর্মকর্তা তিনি শিক্ষার্থীদের মাঠে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রেখে মিড দ্যা মিলসহ বিভিন্ন বিষয়ে প্রায় ১ ঘন্টা ভাষণ দেন। বক্তৃতা শেষে আধাঘন্টা পিটিও করানো হয়। শারীরিক কসরত করার সময় হঠাৎ করেই নবম শ্রেণীর এক শিক্ষার্থী ছাত্রী অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর একে একে অসুস্থ হয়ে পড়ে প্রায় ২০জন শিক্ষার্থী। অবস্থা বেগতিক দেখে জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল্লাহ তাৎক্ষণিক বিদ্যালয় থেকে সটকে পড়েন। এ ঘটনার পর পরই বিদ্যালয় ছুটি দেয়া হয়। ফলে শিক্ষার্থীরা বাড়ি চলে যায়। তবে বাড়ি যাবার অনেকে অসুস্থ হলে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।
অসুস্থ্য ছাত্রীদের কয়েকজন হচ্ছে- ৮ম শ্রেণীর ছাত্রী বৈশাখী চন্দ্র, ৯ম শ্রেণীর ছাত্রী সানিয়া রহমান মিম, ৮ম শ্রেণীর ছাত্রী মিতু আক্তার, ৯ম শ্রেণীর ছাত্রী অপি আক্তার, ৯ম শ্রেণীর ছাত্রী সুইটি আক্তার, ৯ম শ্রেণীর ছাত্রী শ্রাবনী আক্তার, ৯ম শ্রেণীর ছাত্রী দিপা আক্তার, ৮ম শ্রেণীর ছাত্রী হেলেনা আক্তার, ৬ষ্ট শ্রেণীর ছাত্রী রুপালী আক্তার, ৬ষ্ট শ্রেণীর ছাত্রী প্রমিথী শীল, ৯ম শ্রেণীর ছাত্রী মিনা আক্তার, ৬ষ্ট শ্রেণীর ছাত্রী ঝুমা আক্তার, ৮ম শ্রেণীর ছাত্রী উষা আক্তার ও ৬ষ্ট শ্রেণীর ছাত্রী জারা আক্তার।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানা জানান, ৩ জনের অবস্থা গুরুতর। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার জানান, অসুস্থ শিক্ষার্থীদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঠিক কোন কারণে তারা অসুস্থ হয়েছে এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে তিনি জানিয়েছেন অধিকাংশরাই বমি করছে।
আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারনভীন আক্তারের মুঠোফোনে ফোন দেয়া হলে রিসিভ করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক নানু মিয়া। তিনি জানান, প্রধান শিক্ষক শিক্ষার্থীদের চিকিৎসার কাজে হাসপাতালে আছেন। নানু মিয়া বলেন, অন্যদিন পিটি করানো হতো ১৫ মিনিট, আজ করানো হয়েছে আধা ঘন্টা। তাই কিছু দূর্বল শিক্ষার্থী অসুস্থ হয়েছে।
এদিকে এ বিষয়টি জানাজানি হলে অভিভাবকদের মধ্যে আতংক সৃষ্টি হয়। শতশত অভিভাবক হাসপাতালে এবং অনেকে বিদ্যালয়ে ছুটে আসেন তাদের সন্তানদের খোঁজ নেয়ার জন্য। অবস্থা বেগতিক দেখে স্কুল কর্তৃপক্ষ ঘটনার পরপরই বিদ্যালয় ছুটি ঘোষণা করে। এসময় অনেক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের এভাবে দাঁড় করিয়ে বক্তৃতা দেয়া মোটেও উচিত হয়নি। সামনে পরীক্ষা এতে করে অনেক শিক্ষার্থীর পড়া লেখায় চরম ব্যাঘাত সৃষ্টি হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com