চুনারুঘাট প্রতিনিধি ॥ শীতের আগমণ হলেই ভীষণ ব্যস্ত হয়ে পড়েন লেপ- তোশক তৈরির কারিগররা। বছরের অন্যান্য সময় তারা ব্যস্ত থাকেন বালিশ বানানোর কাজে। এবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় আগাম শীত আসায় ধুম পড়েছে লেপ-তোশক তৈরির দোকান গুলোতে। উপজেলার গাজীগঞ্জ বাজারের সিরাজুল ইসলাম বলেন, আমি প্রায় ২৫ বছর যাবত লেপ-তোশক তৈরির কাজ করছি। আমি নিজ হাতে এসব তৈরি করি। বড় মাপের লেপের কাপড়, তুলা, সুতাসহ তৈরি খরচ বাবদ গ্রাহকদের কাছ থেকে ১ হাজার ৮০০ টাকা থেকে ২ হাজার ২০০ টাকা পর্যন্ত পাই। ছোট লেপ ১ হাজার ৩০০ টাকা থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত পাই। জাজিমের দাম পাই ২ হাজার ৫০০ টাকা থেকে ৩ হাজার ২০০ টাকা। উপজেলা সদরের বাজারের কারিগর আরজু মিয়া বলেন, প্রতিদিন কিছু না কিছু অর্ডার পাচ্ছি। আশা করছি সামনের দিন গুলোতে আরো অর্ডার পাবো। তবে তুলার দাম আগের তুলনায় অনেক বেশি। তুলারমান ও পরিমাণের ওপর নির্ভর করে লেপ-তোশক তৈরির খরচ। তিনি আরো বলেন, এ বছর জিনিসপত্রের দাম বাড়ায় লেপ-তোশক তৈরিতে খরচ ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। আর একটি লেপ-তোশক বিক্রি করে লাভ হয় ৩০০ থেকে ৫০০ টাকা। শীতের দুই থেকে তিন মাস আমাদের সিজিন। এই সময়ে লেপ তোশক বিক্রিও যেমন বাড়ে তেমনি কারিগররা ব্যস্ত সময় পার করেন। তবে বর্তমানে চায়না কম্বল অল্প দামে পাওয়া গেলেও লেপ-তোশকের ব্যবসায় কোনো প্রভাব পড়ছে না বলেও জানান তিনি।