বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

লন্ডনে সমার্সটাউন মসজিদের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দারুল কেরাত ১০ বৎসর পূর্তি অনুষ্ঠান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ২২১ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ গত ২০ নভেম্বর রবিবার লন্ডনের কেমডেন সমার্সটাউন মসজিদের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দারুল কেরাতের ১০ বৎসর পূর্তি অনুষ্ঠান মসজিদ সংলগ্ন মারিয়া ফিডেলিস স্কুলের হলরুমে বিপুল সংখ্যক অভিভাবক ছাত্র ছাত্রী ও স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মসজিদের ২৬ বৎসরের কার্যক্রম ও দারুল কেরাতের দশ বৎসর পূর্তির উপর একটি সংকলন প্রকাশিত হয়। ছাত্র ছাত্রীদের সুললিত কন্ঠে কেরাত, নাশিদ, বক্তব্য ও এওয়ার্ড প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক অভুতপূর্ব আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। মসজিদ কমিটির চেয়ারম্যান আব্দুল হান্নান তরফদার এবং মসজিদের ইমাম ও খতিব শাহ আব্দুল ওয়াদুদ বখত মসজিদ প্রতিষ্ঠার পর থেকে মসজিদের বিভিন্ন কার্য্যক্রম এর উপর বিস্তারিত তথ্য ও বিবরন তুলে ধরেন এবং ম্যানেজমেন্ট কমিটি, ভলাণ্টিয়ার, দারুল কেরাত কমিটির অসামান্য অবদান উল্লেখ করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
উক্ত অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক শাহ আব্দুল মাজেদ বখত ও রাফি আহমদ।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন যথাক্রমে দারুল কেরাত যুক্তরাজ্য কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আশরাফুর রহমান, ব্রিকলেন মসজিদের ইমাম ও খতিব মোহাদ্দীস মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আব্দুল কুদ্দুস, মসজিদের দারুল কেরাত কমিটির চেয়ারম্যান মাহমুদ মিয়া, কেমডেন কাউন্সিলের সাবেক মেয়র এম এ কাদির, সাবেক মেয়র নুরুল ইসলাম পুতুল, ক্রোমার ষ্ট্রীট মসজিদের চেয়ারম্যান আব্দুর গফুর, শাহজালাল মসজিদের চেয়ারম্যান মবশ্বসির উদ্দীন, কুইন্স ক্রিসেন্ট বায়তুল আমান মসজিদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ডাঃ মাহমুদূর রহমান, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, জয়নাল উদ্দীন, মসজিদ কমিটির মধ্যে ছিলেন সেক্রেটারি সাহনেওয়াজ আহমদ, ট্রেজারার এম এ মালিক, মনিরুল হক ময়নুল, মোহাম্মদ ছালিক আহমদ খালিছ, মহিবুর রহমান শাহজাহান, আব্দুল মুতাকাব্বির হাবিব, মুহিবর রহমান, রিপন খান, ভলাণ্টিয়ার ও দারুল কেরাত কমিটির মধ্যে ছিলেন এসিস্টেন্ট নাজিম জালাল আহমদ, আতাউর রহমান, হাজি বাবু মিয়া, আমির খান, হারুনুর রশিদ, মসকু আহমদ, মিজানুর রহমান, হিরু কোরেশী, মধু মিয়া, সাজু কোরেশী, আলী মিয়া, মাহবুব আলম, এ রহমান অলি, ইমাম মঞ্জুর আহমদ, শেখ মোস্তফা কামাল, মৌলানা শামিম আহমদ, আব্দুল আহাদ, সামিম উদ্দীন, আব্দুস শহিদ মহসিন, শিহাব আহমদ, সাইদ আহমদ, জুনেদ খান প্রমুখ, পরিশেষে সু-স্বাদু খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com