স্টাফ রিপোর্টার ॥ ঢাকা কোর্ট থেকে মৃত্যুদ- প্রাপ্ত আসামি দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনার পর থেকে সারাদেশের ন্যায় হবিগঞ্জ কোর্টেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গতকাল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিরাপত্তা ছিলো চোখে পড়ার মতো। বিচার প্রার্থী ও দর্শনার্থীদের পুলিশ তল্লাশী করে আদালতে প্রবেশ করতে দেয়। এ ছাড়া কোর্ট হাজতখানার আশেপাশে পুলিশের টহল ছিলো। দর্শনার্থীদেরকে কোর্টে আসা আসামিদের সাথে দেখা করতেও নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।
প্রসঙ্গত, গত রবিবার ঢাকার চীফ জুডিসিয়াল কোর্ট থেকে মৃত্যুদ- প্রাপ্ত আসামি দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরপর থেকে সারাদেশে তোলপাড় শুরু হয়। এর প্রেক্ষিতে হবিগঞ্জ কোর্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে কোর্ট ইন্সপেক্টর আনিচ্ছুজ্জামান জানান।