স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে ২য়, ৩য়, ও ৪র্থ তলা ভবনের উদ্বোধন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল বিকেলে ভবনটির উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
এমপি আবু জাহির এর প্রচেষ্টায় দেড় কোটি টাকায় এ ভবনটি নির্মাণ হয়েছে। এর আগে ভবনের প্রথম তলা নির্মাণ করা হয় প্রায় এক কোটি টাকায়। এ কাজ বাস্তবায়ন করেছে সরকারের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
সুধী সমাবেশে এমপি আবু জাহির বর্তমান সরকারের আমলে গত দুই যুগে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে আবারও জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে থাকার আহবান জানান। এ সময় উপস্থিত লোকজন হাত তুলে তাঁর বক্তব্যের প্রতি সমর্থন জানান এবং দলমত নির্বিশেষে নৌকা প্রতীককে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।
সুধী সমাবেশে সভাপতিত্ব করেন মির্জাপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীম। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য মোঃ রফিক মিয়া। বিশেষ অতিথি ছিলেন রিচি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম।
আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, সদস্য অ্যাডভোকেট কনক জ্যোতি সেন রাজু, হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আবু লেইছ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, রিচি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী পারভেজ, মির্জাপুর গ্রামের সর্দার আব্দুল লতিফ খান, নসরতপুর গ্রামের সর্দার সামছুল হক, তিতখাইয়ের সর্দার বাবুল মিয়া, মুরুব্বী হাবিবুর রহমান, ঠিকাদার আব্দুল আলী প্রমুখ।