রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের মাহমুদ আলীর মৃত্যু নিয়ে ধুম্রজাল নবীগঞ্জের দাউদপুরে হামলা সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ॥ আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এলাকাবাসীর চুনারুঘাটের আসামাপাড়া বাজারে চাঁদাবাজির প্রতিবাদে জারুলিয়া বাজারে মানববন্ধন ॥ বিক্ষোভ দেশসেরা হাফেজ মুহিবুল্লাকে লাখাইয়ে সংবর্ধনা প্রদান ভাঙন পরিদর্শন শেষে পরিবেশবিদ শরীফ জামিল ॥ কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান চৌধুরীকে সংবর্ধনা শ্রীমঙ্গলের সৌন্দর্য বৃদ্ধিতে সোলার লাইট স্থাপন আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

হবিগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার শুরু

  • আপডেট টাইম রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে দুইদিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে হবিগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় মেলা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম বলেন, সরকারের উদ্দেশ্য কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়ন। তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। নতুন প্রজন্মকে বিজ্ঞান মনস্ক করতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, বৃন্দাবন সরকারী কলেজের অধ্য ইলিয়াছ বখত চৌধুরী জালাল, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রফিকুল ইসলাম ও জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ।
প্রধান অতিথি পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় সরকারী ও বেসরকারী ৪৩টি প্রতিষ্ঠানের স্টল অংশ নেয়। এ উপলক্ষে ডিজিটাল কুইজ, রোবটিক ওয়ার্কশপ, ম্যাথস অলিম্পিয়াড ,স্মার্ট বাংলাদেশ, বিজ্ঞান জাদুঘর বাসের মাধ্যমে প্রদর্শনী ও সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন বুয়েটের অধ্যপক কায়কোবাদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com