বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মুক্তিযোদ্ধার বাড়িতে সশস্ত্র ডাকাতদল হানা দিয়ে ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে। ডাকাতদলের অস্ত্রের আঘাতে মুক্তিযোদ্ধা ও মহিলাসহ ৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গোহারুয়া গ্রামের মুক্তিযোদ্ধা মফিল মিয়া তালুকদারের বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে মুক্তিযোদ্ধা মফিল মিয়া তালুকদার ও তার ভাই ফারুক মিয়া তালুকদারের বাড়িতে ১৫/১৬ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মী করে মারধর শুরু করে। ডাকাতদলের সদস্যরা ঘরের ভিতরে থাকা স্টিলের আলমিরা ও সোকেসের ড্রয়ার ভেঙে তাতে রক্ষিত নগদ আড়াই লাখ টাকা, ১৫ ভরি ওজনের স্বর্ণালংকার, ৪টি দামী মোবাইল সেটসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। ডাকাতদের আক্রমনে ফারুক মিয়া তালুকদার (৫২), তার কন্যা তিমা তালুকদার (১৩), ওয়াহিদ মিয়ার পুত্র সমরাজ মিয়া (২৫), মুক্তিযোদ্ধা মফিল মিয়া তালুকদার (৬৫) তার পুত্র এনামুল হক তালুকদার (১৮) আহত হন। আহতদের রাতেই বাহুবল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে বাহুবল থানার এস.আই আশরাফুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফারুক মিয়া তালুকদার বাদী হয়ে গতকাল মঙ্গলবার একই গ্রামের বাবরু মিয়ার পুত্র তোয়াইদ আলী (৩৫) সহ ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫/১৬ জনকে আসামী করে বাহুবল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।