মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল গ্রেপ্তার ফিলিস্তিনীদের গণহত্যার প্রতিবাদে জেলা জাপা’র বিক্ষোভ-সমাবেশ যুক্তরাজ্যে নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্টির সভায় নবীগঞ্জে টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন ও ব্যবসায়ীবৃন্দের পরামর্শ সভা আজ পহেলা বৈশাখ বিতর্কিত টিকটকার ইব্রাহিম-মুক্তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় অভিযোগ ধরতে পুলিশের অভিযান নবীগঞ্জের কাজীগঞ্জবাজার-মার্কুলী সড়কে দুর্ভোগের যেনো শেষ নেই আজমিরীগঞ্জে দুই দলের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত মাধবপুরে থানার ওসি’র জনসচেতনতা উঠান বৈঠক স্টেডিয়ামের অফিস সহায়ক সোহেলের ওপর আবারও হামলা

পরিছন্ন রাজনীতিবিদ ফরিদ গাজী আজীবন বেঁচে থাকবেন নবীগঞ্জে ফরিদ গাজীর মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১৬৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় সাবেক মন্ত্রী বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক দেওয়ান ফরিদ গাজীর ১২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৯ নভেম্বর) রাতে দেওয়ান ফরিদ গাজীর পরিবারের উদ্যোগে দেবপাড়া গ্রামের বাড়িতে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায়- দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফজলুল করীম ও যুবলীগ নেতা অনু আহমেদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও মরহুম ফরিদ গাজীর তনয় গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার, সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ডালিম আহমেদ, নবীগঞ্জ উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ দাশ, বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন লিয়াকত, সহসভাপতি আব্দুল জলিল প্রমুখ। বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা তাঁতীলীগের সভাপতি ফারুক আহমদ, হবিগঞ্জ জেলা যুবলীগ নেতা মঈন উদ্দিন চৌধুরী সুমন, ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, শাহ রিয়াদ নাদির সুমন, নোমান হোসেন, হাবিবুর রহমান হাবিব এছাড়া নবীগঞ্জ-বাহুবল উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দেওয়ান ফরিদ গাজীর রূহের মাগফেরাত ও শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা- মরহুম দেওয়ান ফরিদ গাজীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতিচারণ করে বলেন- ফরিদ গাজী ছিলেন একজন সাদামনের মানুষ, সারাজীবন সাধারণ মানুষের কল্যাণে তিনি রাজনীতি করেছেন, রাজনীতি করতে গিয়ে নানা বাঁধা, জেল, জুলুম নির্যাতনের সম্মুখীন হয়েছে, তৃণমূলের একজন পরিছন্ন রাজনীতিবিদ হিসেবে ফরিদ গাজী আজীবন সিলেট তথা দেশবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com