নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৪ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। নবীগঞ্জ থানা পুলিশ শুক্রবার (১৮ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের শৈলা গ্রামের আরিফ উল্লাহর পুত্র ফারছু মিয়া, একই ইউনিয়নের ফতেহপুর গ্রামের মৃত গোপাল চন্দ্র পালের পুত্র সুবোধ চন্দ্র পাল, রামপুর গ্রামের ছায়েব আলীর পুত্র মোঃ জুয়েল মিয়া ও নোয়াপাড়া গ্রামের মৃত মফিজ মিয়ার পুত্র মোঃ নুরুল আমিন প্রকাশ সান্ডাকে গ্রেপ্তার করে।