স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, এ জেলায় মহিলা আওয়ামী লীগ অত্যন্ত সুসংগঠিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে এই ধারা অব্যাহত রাখতে হবে। আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতে মহিলা আওয়ামী লীগের নেত্রীদের সাংগঠনিক কার্যক্রম আরও তরান্বিত করতে হবে।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সম্মেলন সফল করার লক্ষ্যে গতকাল হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। টাউন হল রোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
সভায় এমপি আবু জাহির আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে যেভাবে এগিয়ে নিচ্ছে তা বিশ্বে বিরল। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এ সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষদেরও উন্নয়নের মূল ¯্র্েরাতে যুক্ত করেছে। এই উন্নয়ন অগ্রগতির কথা জনগণের সামনে তুলে ধরতে তিনি মহিলা আওয়ামী লীগের নেত্রীদের প্রতি নির্দেশনা দিয়েছেন।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জমিলা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলেয়া আক্তারের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী।
এতে আরও বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ইসমত আরা জলি, তাহেরা চৌধুরী, মাধবী চৌধুরী ধরা, হেনা বেগম, অ্যাডভোকেট হাসনা চৌধুরী, সুনন্দা চৌধুরী নূপুর, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার চৌধুরী স্মৃতি, জাহেনারা আক্তার বিউটি, সুমী মোদক, অ্যডভোকেট জেবুন্নেছা চৌধুরী মুক্তা, সাংগঠনিক সম্পাদক সালেহা চৌধুরী, ফাতেমাতুজ জোহরা রিনা প্রমুখ।
প্রস্তুতি সভায় হবিগঞ্জ জেলা ও ৯টি উপজেলা এবং পৌরসভা মহিলা আওয়ামী লীগ এবং যুব মহিলা লীগের নেত্রীরা স্বতস্ফুর্তভাবে অংশ নিয়েছেন।