স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে কদর আলী ওপর হামরার ঘটনায় থানায় মামলা দায়ের করেছে। এদিকে পুলিশের অভিযানে চুনারুঘাট পৌরসভা এলাকার মাশাআল্লা পোল্ট্রি ফিডের প্রোপাইটর কাউসার আহমেদসহ অভিযুক্তরা আত্মগোপন করেছে। অপর দিকে এ ঘটানায় জেলা জুড়ে আলোচনা সমালোচনা চলছে। এরকম একটি ন্যক্কারজনক ঘটনায় দুষিদেরকে গ্রেপ্তার করতে পারছে না পুলিশ। তাছাড়া হকাররা প্রশাসনকে আল্টেমেটাম দিয়েছে। দুষিকে যতি আইনের আওতায় আনা না হয় তাহলে তারা পত্রিকা বিক্রি বন্ধ করে দিবে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে চুনারুঘাট পৌর এলাকার পল্লি বিদ্যুৎ অফিসের নিকট মাশআল্লাহ পোল্টি ফিড মালিক কাউছার মিয়ার দোকানে এ ঘটনাটি ঘটে। গুরুত্বর আহত অবস্থায় ওই পত্রিকা বিক্রেতাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
পরে বিষয়টি উপজেলা চেয়ারম্যান, মেয়রসহ গন্যমাণ্য ব্যাক্তিদের অবগত করেন। এঘটনায় পত্রিকা বিক্রেতাদের মধ্যে মিশ্র পতিক্রিয়া দেয়া দিয়েছে। তারা বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে।
এবিষয়ে চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ জানান, অভিযোগ পেয়েছি দুষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য এসআই প্রদিপসহ পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।