রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ফসলি জমির মাটি ও নদীর চড়ের বালু উত্তোলনের মহাউৎসব মাধবপুরে গাঁজাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শহরে দিন-দুপুরে চুরি ৫ লাখ টাকার মাল লুট বানিয়াচংয়ে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ড্রেজার মেশিন জব্দ শায়েস্তাগঞ্জে বিভিন্ন মামলায় পলাতক ২ আসামি গ্রেপ্তার মাধবপুরে অস্ত্রসহ ৩ পেশাদার ছিনতাইকারি গ্রেফতার শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাস ও প্রাইভেটকার খালে ॥ আহত ১৫ শহর থেকে অপহৃত ব্যাংক কর্মকর্তা ২দিন পর উদ্ধার নবীগঞ্জের বায়তুল হিকমা জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা মাহদী হাসান ॥ জানি না বলে ফরজ কাজ এড়িয়ে চলার সুযোগ নেই শায়েস্তাগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় গ্রেফতার ১

জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক সাধারণ মুসল্লীদেরকে ইসলামের গবেষনা থেকে বিরত থাকতে হবে

  • আপডেট টাইম শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১৪০ বা পড়া হয়েছে

এম এ মজিদ ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার নুরুল হেরা জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক বলেছেন- ইসলাম ধর্ম একটি বিশাল বিষয়। সাধারণ মুসল্লীরা ইসলামের গবেষনা শুরু করে দেন, তাতে বিভ্রান্ত হবেন, ইসলামের ক্ষতি করবেন। ইসলামের গবেষনার জন্য এক শ্রেণীর সাচ্চা আলেম ওলামা রয়েছেন। ইসলামের গবেষনার দায়িত্ব তাদের উপর ছেড়ে দেন। সাধারণ মুসল্লীদের উচিত ইসলামের সাধারণ হুকুম আহকাম জানা, মানা, পালন করা। আল্লাহর অস্তিত্ব নিয়ে বেশি ঘাটাঘাটির দরকার নেই। আল্লাহ নিজেই বলেছেন- আমি সমস্ত কিছুর মালিক ও প্রতিপালক। এই বিশ্বাস থাকলেই হবে। রাসুল (সাঃ) এর পরিচয় নিয়ে অতিরিক্ত গবেষনা করা সাধারণ মুসল্লীদের ঠিক হবে না। আল্লাহ পাক রাসুল (সাঃ) পরিচয় দিয়েছেন এইভাবে মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) আল্লাহর বান্দা ও রাসুল। আল্লাহ এবং রাসুল (সাঃ) এর পরিচয় এর চেয়ে বড় কি হতে পারে? হাদিস দ্বারা প্রমানিত রাসুল (সাঃ) মদিনা মনোয়ারায় কবরে জীবিত অবস্থায় আছেন। এই আকিদা সাধারণ মুসল্লীদের মধ্যে আছে। কিছু আলেম শ্রেণীর লোক মুসল্লীদেরকে বিভ্রান্ত করে থাকেন। রাসুল (সাঃ) নুরের না মাটির তৈরী, এই প্রশ্ন কাউকে করবেন না, উত্তরেরও দরকার নেই। রাসুল (সাঃ) এর কবরকে কেউ কবর বলে, কেউ রওজা বলে, এসব বলাবলি নিয়ে কোনো বিরোধে জড়াবেন না। কে দাড়িয়ে মিলাদ পড়ল কে পড়ল না, এসব ইসলামের আলোচনার বিষয় নয়। নামাজে কেউ নাভির উপরে হাত বাধেন, কেউ বুকের উপরে হাত বাধেন, কাউকে বাধা দেয়ার দরকার নেই, চাপিয়ে দেয়ারও দরকার নেই। নামাজের ফরজ ওয়াজিব সুন্নতের প্রতি খেয়াল নেই, অপ্রয়োজনীয় বিষয় নিয়ে বেশি আলোচনা হয়ে থাকে। আমরা ওয়াজ মাহফিলে ইসলামের দাওয়াত দেই না, আমরা নিজ নিজ দলের দাওয়াত দেই, নিজ নিজ পীরের তরিকার দাওয়াত দেই। এসব ইসলামের ক্ষতির কারণ। রাসুল (সাঃ) পুরো জীবন আমাদের অনুকরনীয়। বেশি বেশি রাসুল (সাঃ) জীবনী পড়েন, বেশি বেশি কোরআন শরিফ পড়েন, ছোট ছোট বিষয় মন থেকে চলে যাবে। আল্লামা মাসরুরুল হক সকলকে ইসলামের বিধি বিধান অনুযায়ী জীবন গড়ে তুলার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com