স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বদিউজ্জামান খান সড়ক থেকে মনিরুজ্জামান চৌধুরী (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সে নবীগঞ্জ উপজেলার আমতইল গ্রামের সান্দেক চৌধুরীর পুত্র।
গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে সদর থানার এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ফেন্সিডিল উদ্বার করে। এ ঘটনায় উক্ত এসআই বাদি হয়ে মামলা দায়ের করেছে। গতকাল শুক্রবার তাকে আদারতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।