আজিজুল ইসলাম সজিব ॥ সারাদেশের মতো হবিগঞ্জ জেলা জুড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, তেল-গ্যাসের দাম বৃদ্ধির ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পর্যায়ের মানুষকে পোহাতে হচ্ছে কষ্ট এবং মুখোমুখি হতে হচ্ছে সীমাহীন দুর্ভোগের। অনেকেই ঋণ করে সংসার চালাচ্ছেন। জেলার নি¤œ ও মধ্যম আয়ের মানুষদের সাংসারিক খরচ কমিয়ে আনতে গিয়ে অনেক চাহিদাই অপূর্ণ থেকে যাচ্ছে। ঠিকমতো বাজার সদাই করতে পারছেন না তারা।
শহরতলীর বাসিন্দা আমির আলী পেশায় একজন বেসরকারি অফিসের সহকারি তিনি জানান, উনার পাঁচ সদস্যের সংসারে আগের চেয়ে অনেক ব্যয় বেড়েছে তার। বাসা ভাড়া, বিদ্যুৎ-গ্যাস ও আনুষাঙ্গিক চাহিদা মিটিয়ে খরচ বেড়ে যাওয়ার ফলে তিনি ঋণও করেছেন। আগের চেয়ে অনেক কষ্টে আছি। বলার মতো না। ঋণ করেছি এই মাসে। কিছু করার নেই। খুব কষ্টে দিন যাচ্ছে। খাওয়ার পরিমাণও কমিয়ে দিবো ভাবছি।
অন্যদিকে দিন মজুর রিক্সা চালক আমির মিয়া বলেন, দিনের রোজগার দিয়ে এখন ঠিকঠাক মতো বাজার করা যায় না। কম দামের জিনিসপত্র কিনে কোন রকম খেতে হয়। বাজারের সবচে কম দামের চাল খাওয়া শহিদ মিয়া এখন চাল কিনতেও হিমশিম খাচ্ছেন।