স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি যন্ত্রপাতি ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল ১৪ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সভা এ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাসেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুব আমিন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব।
অনুষ্টান শেষে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে ৭০% ভর্তুকিতে ১৪টি রিপার, ৫টি কম্বাইন্ড হারভেস্টার, ৩টি পাওয়ার প্রেসার ও প্রায় এক হাজার জন কৃষকের মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, সূর্যমুখি এবং সরিষারবীজসহ সার বিতরণ করা হয়।