স্টাফ রিপোর্টার ॥ সন্ত্রাস বিরোধী ও নাশকতার মামলায় বিএনপির আরও ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার (১৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে সদর থানা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার ৫ নম্বর গোপায়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান খান, একই ইউনিয়নের সাবেক আহ্বায়ক মো. শাহিন মিয়া ও সহ-সভাপতি আব্দুল হামিদ। এর আগে জেলা যুবদলের সহ-সভাপতি শারফিন চৌধুরী রিয়াজকে গ্রেফতার করা হয়।
হবিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, পূর্বের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। সকলকেই কারাগারে প্রেরণ করা হয়েছে।