স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম এর ছেলে সামিউর রহমান সামি এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাগফিলের আয়োজন করা হয়। গতকাল সোমবার বাদ মাগরিব কালীগাছতলাস্থ মেয়রের বাসভবনে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি, ইসলামি ফাউন্ডেশনের উপ পরিচালক, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি মোঃ আব্দুল মজিদ।