স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। গতকাল চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নস্থ ধুলিয়াবরা এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ইজারা বহির্ভুত স্থান থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে শফিক মিয়া (২৬) নামক এক ব্যক্তিকে ৪ লাখ টাকা জরিমানা করেন। এ সময় আনুমানিক ৪ হাজার ঘনফুট বালু জব্দ এবং অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি বিনষ্ট করা হয়।