স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে উন্নত চিকিৎসার অভাবে অজ্ঞাত এক রোগী ৭ দিন মৃত্যুর সাথে লড়ে মৃত্যুবরণ করেছে।
জানা যায়, গত ৭ নভেম্বর শায়েস্তাগঞ্জ এলাকা থেকে চল্লিশ উর্ধ্ব এক ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয় লোকজন। কিন্তু ভর্তি থাকার পর থেকে তার কোন পরিচয় পাওয়া যায়নি। সমাজসেবা অফিস থেকে তার দেখাশোনার দায়িত্ব নেয়া হয়। কিন্তু ততক্ষণে তার অবস্থার আরও অবনতি হয়।
গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ সমাজসেবার পক্ষ থেকে ওই ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য যাবতীয় খরচ বহন করে সিলেট ওসমানি মেডিকেলে নিয়ে যেতে রওয়ানা দেয়। কিন্তু পথিমধ্যে তার মৃত্যু হয়। তার লাশ আবারও সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সদর থানা পুলিশ সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
তবে অজ্ঞাত হওয়ায় লাশ নিয়ে পুলিশ পড়েছে বিপাকে। তাদের তরফ থেকে জানানো হয়েছে আজ সোমবার ময়নাতদন্ত শেষে যদি পরিচয় না মিলে তবে আঞ্জুমান মফিদুল ইসলামের নিকট হস্তান্তর করা হবে।