স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারসহ বিভিন্ন বাজারে নিষিদ্ধ কারেন্ট জাল অবাধে বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ীরা। আর এসব জাল ক্রয় করে জেলেরা সরকারের আইন অমান্য করে ঝাটকা নিধন করছে। বিষয়টি নজরে এলে ডিবির পরিদর্শক রাশেদুল হকের নেতৃত্বে একদল পুলিশ গত শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল, সদর উপজেলার রামপুর গ্রামের বাসিন্দা মৃত নিরঞ্জন ময়ের পুত্র প্রান্থ কয়েল স্টোরের স্বত্তাধিকারী প্রিয়তোষ রায় (৫৮), মৃত রজনীকান্ত পালের পুত্র চৌধুরী বাজারের প্রিয় স্টোরের মালিক গৌরাঙ্গ চন্দ্র পাল (৫৫), নবীগঞ্জ উপজেলার খড়িয়া গ্রামের করুন সরকারের পুত্র পরিমল সরকার (২৫) কে আটক করেন। এ সময় তাদের হেফাজত থেকে ৩ হাজার ৬৪২ বর্গফুট কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা।
এ ঘটনায় এসআই সোহেল রানা বাদি হয়ে সদর থানায় মামলা করেন। গতকালই তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।