মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার মাদক ব্যবসায়ী মিলন মিয়া কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার (১৩ নভেম্বর) দুপুরে মিলন মিয়া কে হবিগঞ্জ বিচারিক আদালতে প্রেরন করা হয়।
গতকাল রোববার ভোর রাতে মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই অনিক দেব তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরমানন্দপুর গ্রামের আনজব আলীর ছেলে মিলন মিয়া কে গ্রেফতার করে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, তার বিরুদ্ধে একটি মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে সে আত্মগোপনে ছিল।