স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ট্রাক চাপায় আব্দুল গফুর (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ৩ জন। হতহতরা সবাই সিএনজি যাত্রী ছিলেন। গতকাল বিকেল ৪টার দিকে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ আঞ্চলিক সড়কের উবাহাটা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল গফুর চাঁদপুর জেলার আলোনিয়া উপজেলার বেঙ্গলিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে চুনারুঘাট থেকে একটি অটোরিকশা সিএনজি যাত্রী নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকায় যাচ্ছিল। সিএনজিটি উবাহাটা এলাকায় পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রক অটোরিকশাটিকে সামনে থেকে চাপা দেয়। এতে অটোরিকশাটি ধুমড়ে মুচড়ে গিয়ে গফুরসহ চার যাত্রী আহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক গফুরকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে শায়েস্তাগঞ্জ পৌরসভার পূর্ব লেঞ্জাপাড়া গ্রামের খায়রুল আলম (৩৫) ও গফুরের সঙ্গী চাঁদপুর জেলার আলোনিয়া উপজেলার বেঙ্গলিয়া গ্রামের মমতাজ গাজীর ছেলে ফারুককে (৩০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল এবং খায়রুলের স্ত্রী আলেয়া বেগমকে (৩০) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।